নতুন দিল্লি, ৪ আগস্ট: একদিনে ভারতে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫২ হাজার ৫০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮০৩ জন। সবমিলিয়ে ভারতে কোভিড রোগীর সংখ্যা এখন ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৬। এই মুহূর্তে সংক্রামিত ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৩০ হাজার ৫১০ জন। একই সঙ্গে মৃত্যুমিছিলে শামিল ৩৮ হাজার ৯৩৮ জন। ভারতের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্যটি মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬৮ জন। গতকাল সারাদিন মহারাষ্ট্রে করোনার বলি ২৬৬ জন।
সবমিলিয়ে মহারাষ্ট্র মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৫০ হাজার ১৯৬ জন। রাজ্যে মৃত্যু মিছিলে শামিল মোট ১৫ হাজার ৮৪২ জন। সোমবার সারাদিনে মুম্বইতেই নতুন করে করোনার কবলে ৯৭০ জন। গতকাল সেখানে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সবমিলিয়ে দেশের বাণিজ্য নগরীতে ১ লক্ষ ১৭ হাজার ৪০৬ জন মোট করোনা আক্রান্ত। আর মৃতের সংখ্যা ৬ হাজার ৪৯৩। ভারতে ৩ আগস্ট পর্যন্ত ২ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার ৭৫০টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৬ লক্ষ ৬১ হাজার ১৮২ নমুনার করোনা পরীক্ষা হয়েছে গতকালই। আরও পড়ুন-Viral: ভারত পাকিস্তান সীমান্তে রাইফেল ধারী মহিলা জওয়ান? ভাইরাল ভিডিও
Single-day spike of 52,050 positive cases & 803 deaths in India in the last 24 hours.
India's #COVID19 tally rises to 18,55,746 including 586298 active cases, 1230510 cured/discharged/migrated & 38938 deaths: Health Ministry pic.twitter.com/HVt5wRKeFy
— ANI (@ANI) August 4, 2020
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৯৩২ জন। সবমিলিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনার গ্রাসে ১ কোটি ৮৪ লক্ষ ৪২ হাজার ৩৮২ জন। যার মধ্যে ১ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার ২১ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু মিছিলে শামিল ৬ লক্ষ ৯৭ হাজার ১৭৫ জন। করোনাআক্রান্তের নিরিখে বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত।