নতুন দিল্লি, ১২ ডিসেম্বর: ফের কমল সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মাত্র ৩০ হাজার ৫ জন করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৮ জনের। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৫৯ হাজার ৮১৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৪ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৪৯৪ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health)।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ১৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকালই হয়েছে ১০ লাখ ৬৫ হাজার ১৭৬টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: USA Approves Pfizer Vaccine: ফাইজার-র করোনা ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন মার্কিন যুক্তরাষ্ট্রের
With 30,005 new #COVID19 infections, India's total cases rise to 98,26,775
With 442 new deaths, toll mounts to 1,42,628. Total active cases at 3,59,819.
Total discharged cases at 93,24,328 with 33,494 new discharges in the last 24 hours. pic.twitter.com/lTqW5q7Mv9
— ANI (@ANI) December 12, 2020
এদিকে শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৮৪ হাজার ৯৫০ জন চিকিৎসাধীন। বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় পাঁচ কোটি মানুষ। করোনাভাইরাসে মারা গেছেন ১৬ লাখ ১ হাজার ৮৮ জন।