Pfizer logo (Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১২ ডিসেম্বর: ফাইজার এবং বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিন (Pfizer coronavirus vaccine) ব্যবহারে অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। এর ফলে কয়েক দিনের মধ্যে করোনভাইরাস ভ্যাকসিন পেতে শুরু করবে দেশের নাগরিকরা। আজই অ্যামেরিকার ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনকে সবুজ সংকেত দিয়েছে। প্রাথমিকভাবে, ভ্যাকসিনটি শুধুমাত্র জরুরি ব্যবহার করা হবে।

গতকালই যুক্তরাষ্ট্রে একদিনে ৩ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। তারপরই বৈঠকে বসে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। প্যানেলের ২২ সদস্যের ১৭ জন ভ্যাকসিন অনুমোদনের পক্ষে, ৪ জন বিপক্ষে ভোট দেন। একজন ভোটদানে বিরত থাকেন। আরও পড়ুন: Saudi Arabia Approves Pfizer Vaccine: ফাইজারের করোনা ভ্যাকসিনের ব্যবহারে অনুমোদন দিল সৌদি আরব

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় ইংল্যান্ড। এরপর এক একে বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো একই পথ অনুসরণ করে। ব্রিটেনে টিকা প্রদান শুরু হয়েছে। বাহরাইনও খুব দ্রুত শুরু করবে।