নতুন দিল্লি, ৯ নভেম্বর: রবিবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৪৫ হাজার ৯০৩ জন। মৃত্যু হয়েছে ৪৯০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃত ১ লাখ ২৬ হাজার ৬১১ জন। এক লাফে মোট ২ হাজার ৯৯২টি অ্যাকটিভ কেস কমে যাওয়ায় দেশে এই মুহূর্তে মোট সংক্রামিত ৫ লাখ ৯ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৫ জন। দেশে করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন।
গতকাল ৮ নভেম্বর রবিবার আইসিএমআর দেশে মোট ৮ লাখ ৩৫ হাজার ৪০১টি নমুনার করোনা টেস্ট করেছে। ভারতে এখনও পর্যন্ত মোট ১১ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ১৯২টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। ১৭ লাখ ১৯ হাজার ৮৫৮ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে মহামারী বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। যেখানে করোনায় মৃত ৪৫ হাজার ২৪০ জন। এর পরেই করোনা আক্রান্তের নিরিখে রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি। রবিবার রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। মহামারী শুরুর পরে এই প্রথম রাজধানীতে দৈনিক সংক্রমণ আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৭৭ জন। আরও পড়ুন-Coronavirus Cases In US: মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১ কোটিতে, বিশ্বে মোট কোভিড রোগী ৫ কোটি
এদিকে মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In US) ছাড়ালো ১ কোটি। রবিবার নিউইয়র্ক টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে। মহামারী করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত ১০ দিনেই ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে। মার্কিন মুলুকের করোনার সংক্রমণের পরিসংখ্যানের নিরিখে বিশ্বে মোট কোভিড আক্রান্ত প্রায় ৫ কোটি। গত এক সপ্তাহে মার্নিক মুলুকে দৈনিক সংক্রামিত এক লাখের কাছাকাছি। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১২ লাখ ৫৫ হাজার ২৫০ জন। বিশ্বে মোট করোনা রোগী ৫ কোটি ৩১ লাখ ৬ হাজার ৪৭৬ জন। বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মার্কিন মুলুকেই। করোনার বলিও মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক। ৮৫ লাখ ৭ হাজার ৭৫৫ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৬ হাজার ১২১ জন। মৃত্যুর নিরিখে দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিল। যেখানে করোনার বলি এখনও পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জন।