ওয়াশিংটন, ৯ নভেম্বর: মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In US) ছাড়ালো ১ কোটি। রবিবার নিউইয়র্ক টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে। মহামারী করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত ১০ দিনেই ১০ লাখ লোক আক্রান্ত হয়েছে। মার্কিন মুলুকের করোনার সংক্রমণের পরিসংখ্যানের নিরিখে বিশ্বে মোট কোভিড আক্রান্ত প্রায় ৫ কোটি। গত এক সপ্তাহে মার্নিক মুলুকে দৈনিক সংক্রামিত এক লাখের কাছাকাছি। গতকাল রবিবারেই মার্কিন মুলুকে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৩২০ জন। দৈনিক মৃত্যু ৯৩৮ জন। প্রতিদিনই সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড গড়ছে আমেরিকা। তবে সব রেকর্ড ভেঙে এগিয়ে রয়েছে শুক্রবার। সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৩০ জন। আরও পড়ুন-Soumitra Chatterjee: সৌমিত্রর শারীরিক অবস্থা একই রকম, রবিবার হল ডায়ালিসিস
জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১২ লাখ ৫৫ হাজার ২৫০ জন। বিশ্বে মোট করোনা রোগী ৫ কোটি ৩১ লাখ ৬ হাজার ৪৭৬ জন। বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মার্কিন মুলুকেই। করোনার বলিও মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক। ৮৫ লাখ ৭ হাজার ৭৫৫ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৬ হাজার ১২১ জন। মৃত্যুর নিরিখে দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিল। যেখানে করোনার বলি এখনও পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জন।