COVID-19 Cases In India: ৩ দিনে ৮ থেকে ৯ লাখ ছাড়ালো সংক্রমণ, একদিনে ভারতে করোনা আক্রান্ত ২৮ হাজার ৪৯৮ জন
ভারতে করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৪ জুলাই: মঙ্গলবার ২৮ হাজার ৪৯৮ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতের করোনা সংক্রামিতর সংখ্যা (COVID-19 Cases) ৯ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯ লক্ষ ৬ হাজার ৭৫২। এর মধ্যে সংক্রামিত ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ২৩ হাজার ৭২৭ জন। তিন দিনের ব্যবধানে ভারতে সংক্রমণ ৮ লক্ষ থেকে ৯ লক্ষ পৌঁছে গেল। গত ১১ জুলাই করোনা সংক্রমণ ভারতে আট লক্ষ ছাড়িয়েছিল।

তবে আশার বিষয় এই যে দেশে সংক্রামিতর মধ্যে সুস্থতার হার বেড়ে ৬৩.২ শতাংশ হয়েছে। যাইহোক না কেন বিশ্বের সংক্রামিত দেশগুলির তালিকায় আমেরিকা ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে দেশে সংক্রমণে সুস্থতা ও মৃত্যুর অনুপাত যথাক্রমে ৯৬.০১ শতাংশ : ৩.৯৯ শতাংশ। আইসিএমআর-এর তথ্য বলছে, ১৩ জুলাই পর্যন্ত দেশে ১ কোটি ২০ লক্ষ ৯২হাজার ৫০৩টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে ২ লক্ষ ৮৬ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে গতকাল সোমবার। ২ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে য়াওয়া আক্রান্ত নিয়ে দেশের মধ্যে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত রাজ্যের তালিকার এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। একদিনে সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯৭। শুধু সোমবারেই মারা গিয়েছেন ১৯৩ জন। সবমিলিয়ে মহারাষ্টের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ ল৭ ৬০ হাজার ৯২৪। মৃত্যু মিছিলে শামিল ১০ হাজার ৪৮২ জন। বৃহন্মুম্বই পুরসভার তথ্য বলছে, ৪ হাজার থেকে ৬ হাজার ৮০০ জনের লালারসের নমুনা পরীক্ষা হচ্ছে। আরও পড়ুন-Rahul Gandhi: ‘চলতি সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে’, রাহুল গান্ধী

মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৯৭। যেখানে ৫ লক্ষ ৭২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে।