নতুন দিল্লি, ১৯ অক্টোবর: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫৫ হাজার ৭২২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭৫ লাখ ৫০ হাজার ২৭৪। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৫৭৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ১৪ হাজার ৬১০ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ৭ লাখ ৭২ হাজার ৫৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন। দেশে মোট করোনা জয়ীর সংখ্যা ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮। এর মধ্যে একজন রোগীকে তাঁর দেশে পাঠানো হয়েছে।
অন্যদিকে ১৫ লাখ ৯৫ হাজার ৩৮১ জন মোট আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে কঠিন করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ১১৫। আইসিএমআর-এর তথ্য বলছে, গতকাল রবিবার দেশে ৮ লাখ ৫৯ হাজার ৭৮৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট ৯ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৯৭৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এদিকে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩৯.৮ মিলিয়ন ছাড়িয়েছে। মৃত্যু মিছিলে শামিল ১১ লক্ষ ১২ হাজার ৫৩০। আরও পড়ুন-Safdar Awan Arrested: সরকার বিরোধী জনসভায় যোগ দেওয়ার মাশুল, করাচি থেকে গ্রেপ্তার মরিয়ম নওয়াজ শরিফের স্বামী সফদর আওয়ান
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৯৮ লক্ষ ৮৪ হাজার ৬১৬ জন। মৃত্যু মিছিলে শামিল ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন। ৮১ লাখ ৫২ হাজার ৯৩ জন মোট আক্রান্তকে নিয়ে বিশ্বের ভয়াবহ করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে আমেরিকা। যেখানে করোনার মোট বলি ২ লাখ ১৯ হাজার ৬৬৯। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয়তে ব্রাজিল।