করাচি, ১৯ অক্টোবর: পাকিস্তানে ক্ষমতাসীন ইমরান খান সরকারের বিরোধী রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেছিলেন সেদেশের মুসলিম লীগ নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। এই অপরাধে ঘটনার দুদিন পর সোমবার করাচি থেকে তাঁর স্বামী সফদর আওয়ানকে (Safdar Awan) গ্রেপ্তার করল পুলিশ। সেদেশের বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের ডাকেই এই বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ইতিমধ্যেই স্বামীর গ্রেপ্তারির ঘটনায় মুখ খুলেছেন মরিয়ম নওয়াজ। এক টুইটে তিনি বলেন, “করাচির হোটেলে ছিলাম আমরা। পুলিশ সেই হোটেলের দরজা ভেঙে ক্যাপ্টেন সফদরকে গ্রেপ্তার করেছে।” পাকিস্তানে ক্ষমতায় রয়েছে ইমরান খানের পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ পার্টি। শাসকদলের বিরুদ্ধে বিরোধীরা ইতিমধ্যেই পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট গড়েছে। এই জোটের সৌজন্যে বড়সড় বিপত্তির মুখে ইমরান খানের দল।
এই জোটে রয়েছে পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল গতকাল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের তরফে করাচিতে বিরাট রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মঞ্চ থেকেই মরিয়ম নওয়াজ আওয়াজ তোলেন, পাকিস্তানের ক্ষমতায় ফেরানো হোক নওয়াজ শরিফকে। এবং কারাবন্দি করা হোক বর্তমান প্রধানমন্ত্রী তথা উজিরে আজম ইমরান খানকে। গত শুক্রবার পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় প্রথম শাসকদল তেহরিক-ই-ইনসাফ এর বিরুদ্ধে রাজনৈতিক সমাবেশ করেছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। জোটের নেতারা ইতিমধ্যেই সাবধান করে জানিয়েছেন, ইমরান খান সরকার দিনে দিনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি বাড়িয়েই চলেছে। দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলিই শুধু নায় দেশবাসীর বৃহদাংশ এই অযোগ্য নির্বাচিত সরকারকে আর চায় না। আরও পড়ুন-MP Shocker: এবার থানার লকআপে মহিলাবন্দিকে গণধর্ষণ ৫ পুলিশ কর্মীর, তদন্তের নির্দেশ জেলা জজের
মরিয়ম নওয়াজ শরিফের টুইট
Police broke my room door at the hotel I was staying at in Karachi and arrested Capt. Safdar.
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) October 19, 2020
এই প্রসঙ্গে মরিয়ম নওাজ বলেছেন, “বর্তমান সরকার যেসব সাংবাদিককে সেন্সর করেছে এবং যেসব ব্যবসাকে তলানিতে নিয়ে ফেলেছে, সেসবের জন্য আমি লড়াই করে চলেছি। যেসব সাংবাদিক সত্যের প্রতি একনিষ্ঠ থাকতে চেয়েছেন তাঁদের ছাঁটাই হতে হয়েছে। ইসলামাবাদের রাজপথে মহিলা স্বাস্থ্যকর্মীরা নীরব প্রতিবাদ জানিয়ে চলেছেন।” পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাবল ভুট্টো জারিদারি বলেছেন, গরিবের সমস্যার সমাধান ইমরান কানের কাছে নেই।