নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ২০ হাজার ২১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭১ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ২ লাখ ৭৭ হাজার ৩০১টি। ইতিমধ্যেই সুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৭ লাখ ৮২ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ১৩১ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৭৯ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯০১।
দেশে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৫.৮২ শতাংশ ও মারণ রোগে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে ১৬ কোটি ৮৮ লাখ ১৮ হাজার ৫৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু রবিবার আইসিএমআর-এর তত্ত্বাবধানে ৭ লাখ ১৫ হাজার ৩৯৭টি নমুনার করোনা টেস্ট হয়েছে। ১৯ লাখ ১৯ হাজার ৫৫০ জন কোভিড রোগীকে নিয়ে দেশের মধ্যে সবথেকে বিধ্বস্ত রাজ্যটি হল মহারাষ্ট্র। যেখেন করোনায় প্রাণ গিয়েছে ৪৯ হাজার ২৫৫ জনের। গতকাল সারাদিনে মহারাষ্ট্রে নতুন করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৪। একদিনে মারণ রোগের বলি ৬৬ জন। আরও পড়ুন-Sourav Ganguly will meet Amit Shah: রাজভবন ঘুরেই রাজধানীতে বাংলার মহারাজ, সোমবার এক মঞ্চে অমিত-সৌরভ
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০.৭ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। সোমবার সকাল পর্যন্ত জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে বিশ্বে কোভিড রোগীর মোট সংখ্যা ৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ১৬৪। মৃ্ত্যু মিছিলে শামিল ১৭ লাখ ৬৪ হাজার ২১৫ জন। ১ কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩৬৮ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে কোভিড বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনার বলি ৩ লাখ ৩৩ হাজার ১১০ জন।