Coronavirus in India | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ জুলাই: একদিনে করোনায় আক্রান্ত হলেন ৪৭ হাজার ৭০৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সবমিলিয়ে প্রায় ১৫ লাখের কোঠায় ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। এই সময়ে দেশে মোট করোনা আক্রান্ত ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। গতকাল সারাদিনে করোনার বলি ৬৫৪ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু (COVID-19 Cases In India) মিছিলে শামিল ৩৩ হাজার ৪২৫ জন। এই মুহূর্তে সংক্রামিতর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ১৭৫ জন। এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। একজন সুস্থ হওয়ায় তাঁকে তাঁর দেশে পাঠানো হয়েছে।

মহামারীতে সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩লক্ষ ৮৩ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৯২৪ জন। তবে এর আগে সেখানে একদিনে ১০ হাজার ৫৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনার গ্রাসে মারা গিয়েছেন ২২৭ জন। সবমিলিয়ে সেখানে করোনায় মৃত ১৩ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতেই করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯৩ জন। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ২০ হাজার ৭১৬ জন। সোমবার সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। এনিয়ে তামিলনাড়ুতে করোনার কোপে প্রাণ গেল ৩ হাজার ৫৭১ জনের। আরও পড়ুন-Sundar Pichai: ২০২১-এর ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকেই কাজ করুন, গুগলের কর্মীদের বললেন সুন্দর পিচাই

রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৬০৬। এই মুহূর্তে সংক্রামিত ১১ হাজার ৯০৪ জন। সেখানে মোট মৃত ৩ হাজার ৮২৭ জন। বিশ্বে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৬৪ লক্ষ ৭ হাজার ৩১০ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে করোনার বলি এখনও পর্যন্ত ৬ লক্ষ ৫২ হাজার ৪৫৯ জন। ৪২ লক্ষ ৮৭ হাজার ৯৭৪ জন আক্রান্তকে নিয়ে বিশ্বের করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনার বলি ১ লক্ষ ৪৮ হাজার ৯ জন। ২৪ লক্ষ ৪২ হাজার ৩৭৫ জন সংক্রামিত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে মৃতের সংখ্যা ৮৭ হাজার ৬১৮। তৃতীয় করোনা বিধ্বস্ত দেশটি হল ভারত।