নতুন দিল্লি, ১০ জুন: পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল ভারতবাসী। মুম্বইয়ে গত ২৯ জুন ছাড়িয়েছে পেট্রলের (Petrol) দাম। এরপর থেকে লাগাতার বেড়েই চলেছে জ্বালানির দাম (Fuel Price)। যদিও এ নিয়ে কেন্দ্রকে মাথাঘামাতে একেবারেই দেখা যায়নি। তারই প্রতিবাদে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে সাইকেল উপহার দিলেন যুব কংগ্রেসের নেতারা।
ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বি.ভি, তিনিও বেলজিয়াম পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরই নেতৃত্বে এদিন সাইকেল উপহার দিয়ে প্রতিবাদ জানানো হয়। শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নয়। মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানিকেও সাইকেল উপহারে পাঠানো হয়। আরও পড়ুন, করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসায় কেন্দ্রের নির্দেশিকা, রেমডিসিভির ব্যবহারে লাগাম কেন্দ্রের
2014 के पहले जब पेट्रोल 70 रुपए के नीचे था तो भाजपाई साइकिल लेकर कोहराम मचाते थे
आज पेट्रोल के दाम 100 के पार है और भाजपाई कही नजर नही आ रहे
पुरानी यादों को ताजा करते हुए आज प्रधानमंत्री, गृह मंत्री, पेट्रोलियम मंत्री और 'कपड़ा मंत्री' को युवा कांग्रेस द्वारा साइकिल भेजी गयी है pic.twitter.com/zuMsbJnagc
— Srinivas B V (@srinivasiyc) June 10, 2021
ভারতীয় যুব কংগ্রেসের প্রতিবাদরত সদস্যদের দাবি, কেন্দ্রীয় নেতামন্ত্রীরা শীঘ্রই ঘুম থেকে জেগে উঠুক। বাড়তে থাকা পেট্রল, ডিজেলের দাম নিয়ে সরব হোক। অতীতে স্মৃতি ইরানি বিরোধী দল থাকার সময়ে বাড়তে থাকা পেট্রল ডিজেলের দাম নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এখন পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে, ডিজেলের ১০০ ছুঁইছুঁই। তবুও কেন তিনি নীরব দর্শকের ভুমিকা পালন করছেন সেই প্রশ্নও উঠে আসছে।
বাড়তে থাকা পেট্রল, ডিজেলের দাম বাড়ায় একাধিকবার প্রাক্তন কংগ্রেস সরকারকেই দায়ী করেছে বিজেপি। শ্রীনিবাস আরও জানান, এর ফলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীদের অবস্থা নাজেহাল। তবুও কেন্দ্র সরকার নির্বিকার।