Anju Rafael (Photo Credit: File Photo)

দিল্লি, ২৫ জুলাই:  ভারত থেকে পাকিস্তানে পাড়ি দেওয়া গৃহবধূ অঞ্জু রাফায়েলকে নিয়ে মুখ খুললেন তাঁর বাবা গয়া প্রসাদ। অঞ্জু রাফায়েলের বাবা বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে স্থিতিশীল নন। মানসিকভাবে তিনি অসুস্থ এবং তাঁর ব্যবহারও উদ্ভট প্রকৃতির বলে দাবি করেন অঞ্জুর বাবা। উত্তরপ্রদেশের কাইলোর গ্রামে জন্ম হয় অঞ্জুর। বছর ৩৪-এর অঞ্জু বর্তমানে রাজস্থানের আলওয়ারে বসবাস করেন। অরবিন্দের সঙ্গে বিয়ের পর একটি বসেরকারি সংস্থায় কর্মরত অঞ্জু। রাজস্থানে ভাড়ার ফ্ল্যাটে থাকালীনই স্বামী এবং দুই সন্তানকে রেখে পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় পাড়ি দেন অঞ্জু। এরপর খাইবার পাখতুনওয়া থেকে সোজা চলে যান লাহোরে। ফেসবুকে পরিচয় বন্ধুর সঙ্গে দেখা করতেই অঞ্জুর পাকিস্তানে পাড়ি দেন বলে খবর।

আরও পড়ুন: Indian Woman Goes Pakistan: সীমা হায়দরের পর এবার ভারতীয় মহিলা পাড়ি দিলেন পাকিস্তানে, 'ভালবাসার টানে' লাহোরে ভিওয়ান্ডির গৃহবধূ

জানা যায়, ২০১৯ সালে পাকিস্তানে বসবাসকারী নাসরুল্লার সঙ্গে পরিচয় হয় অঞ্জুর। বছর ২৯-এর নাসরুল্লার সঙ্গে দেখা করতেই অঞ্জু পাকিস্তানে পাড়ি দেন বলে খবর।

এ বিষয়ে অঞ্জুর বাবা গয়া প্রসাদ আরও জানান, তিনি ছেলের মারফৎ জানতে পারেন, তাঁর মেয়ে পাকিস্তানে গিয়েছেন। বিয়ের পর রাজস্থানের ভিওয়ান্ডিতে যাওয়ার পর ২০ বছর ধরে অঞ্জুর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করনে ওই মহিলার বাবা। শুধু তাই নয়, জন্মের পর মাত্র ২ বছর অঞ্জুর তাঁর কাছে ছিলেন। মাত্র ৩ বছর বয়স থেকেই অঞ্জু উত্তরপ্রদেশের জালাউনে তাঁর মামারবাড়িতে বড় হতে থাকেন বলে জানান ওই মহিলার বাবা।