জয়পুর, ২৪ জুলাই: এবার ভালবাসার টানে ভারত থেকে পাকিস্তানে পাড়ি দিলেন অঞ্জু। রাজস্থানের ভিওয়ান্ডি থেকে পাকিস্তানে পাড়ি দেন অঞ্জু নামের ওই গৃহবধূ। ফেসবুকের বন্ধুর সঙ্গে পরিচয়ের পর তাঁর প্রেমে পড়েন রাজস্থানের অঞ্জু। এরপর স্বামী এবং দুই সন্তানকে ভিওয়ান্ডির ফ্ল্যাটে রেখে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া পেরিয়ে লাহোরে চলে যান অঞ্জু। পাকিস্তানি নাগরিক সীমা হায়দরের ভারতে প্রবেশ নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় রাজস্থানের অঞ্জুর সীমান্ত পেরনোর ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
অঞ্জু একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অন্যদিকে তাঁর স্বামী অরবিন্দ ভিওয়ান্ডিতে কর্মরত। দুজনের দুই সন্তান রয়েছে। অরবিন্দ জানান, ২০২০ সালে অঞ্জুর হাতে পাসপোর্ট আসে। পাসপোর্ট আসার পর থেকেই তাঁর স্ত্রী বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিলেন। সম্প্রতি অঞ্জু তাঁর স্বামীকে জানান, কাজের জন্য তাঁকে জয়পুর যেতে হবে। ২,৩ দিনের মধ্যে তিনি ফিরে আসবেন বলে অরবিন্দকে জানান।
এরপর সংবাদমাধ্যমের তরফে জানতে পারেন, তাঁর স্ত্রী পাকিস্তানে পাড়ি দিয়েছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত অঞ্জু তাঁকে ফোন করেছেন বলে জানান অরবিন্দ। এমনকী, তিনি লাহোর থেকে অঞ্জু ২, ৩ দিনের মধ্যে ফিরে আসবেন বলেও অঞ্জু কথা দিয়েছেন বলে জানান অরবিন্দ।