নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: মোবাইলের জন্য নতুন সিমকার্ড নিচ্ছেন, বাড়িতে নতুন করে OTT পরিষেবা নিচ্ছেন? এদিকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেওয়ার সময় ভুল তথ্য জমা করছেন? আপনার জন্য অপেক্ষা করচে ভয়াবহ শাস্তি। ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন বিল ২০২২ (Indian Telecommunication Bill 2022) অনুসারে ভুল তথ্য দেওয়ার কারণে শাস্তি হিসেবে ৫০ হাজার টাকার জরিমানা ও ১ বছরের জেল হতে পারে। একইভাবে হোয়াটসঅ্য়াপ বা টেলিগ্রামে নতুন অ্য়াকাউন্ট খুলতে গেলেও যদি ভুল তথ্য় সরবরাহ করেন, তাহলে এই শাস্তি অবধারিত। আরও পড়ুন-'Want Condoms Too?' Remark: স্বল্প মূল্যে স্যানিটারি প্যাড চেয়েছিল ছাত্রী, বিতর্কিত মন্তব্য করে জাতীয় মহিলা কমিশনের কাঠগড়ায় বিহারের আইএএস
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন জালিয়াতি-সহ অবৈধ কার্যকলাপ থেকে টেলিকম ব্যবহারকারীদের রক্ষা করতে ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন বিল ২০২২-এর খসড়ায় এই শাস্তির বিধান করা হয়েছে। সাইবার অপরাধীরা লোক ঠকানোর জন্য ভুয়ো নথি দমা করে নতুন সিমকার্ড নেয়। এবং ওটিটি প্ল্যাটফর্মে অ্য়াকাউন্ট খুলেও ভুয়ো তথ্য ব্যবহার করে।