ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়া মাত্রই লাফ দিল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকাল থেকেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় বাজারে। দুপুর ১২টার পরপরই ১১০০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। নিফটিও ৩০০ পয়েন্টেরও বেশি উঠে যায়। দুপুর ১২টার মধ্যেই বিএসই সেনসেক্স, নিফটি ৫০, ব্যাঙ্ক নিফটির সূচক ১ শতাংশেরও বেশি উঠেছে। মিডক্যাপ নিফটি, ফিন নিফটির সূচকও আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের মনে। এ দিন দুপুর ১২টার মধ্যে সেনসেক্সে ৯৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছয়। শেষ খবর পাওয়া অবধি বিকেলের লেনদেনে সেনসেক্স এবং নিফটি প্রায় ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬৪ পয়েন্ট বেড়ে ৮২,৩৬১ এবং এনএসই নিফটি ৫০ (NSE Nifty 50) ১৫৯ পয়েন্ট বেড়ে ২৫,১৩১-এ পৌঁছেছে।
মঙ্গলবার সকাল থেকেই ইন্ডিগোর শেয়ারের দরও বেড়েছে। সওয়া ১২টার মধ্যে ৩ শতাংশেরও বেশি বাড়ে ইন্ডিগোর শেয়ার দর। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, টিটাগড় রেলওয়ে, সেইল-এর স্টক ৩-৪ শতাংশ বেড়েছে।
Sensex and Nifty were trading around 0.6 per cent up in the afternoon trade today, tracking positive cues from Asian markets amid hopes of de-escalation in West Asia conflict.
The 30-share BSE Sensex rose 464 points, to 82,361 and the added 159 points, to 25,131,…
— All India Radio News (@airnewsalerts) June 24, 2025