নয়াদিল্লি: দেশজুড়ে সম্প্রসারণ ও পরিকাঠামো সাজানো এবং আধুনিকীকরণের জন্য এবার ভারতীয় রেল কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির ব্যবহার করবে বলে জানা গেল।
রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, ভারতজুড়ে রেলের সম্প্রসারণ ও আধুনিকীকরণের (transformation) জন্য এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence (AI)) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির (Quantum computing technology) ব্যবহার করতে চাইছে ভারতীয় রেল মন্ত্রক (Indian Railways)। পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন নতুন আবিষ্কার (newest innovations) ও প্রযুক্তির (technologies) সাহায্য নেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রেলের আধুনিকীকরণের পথেই হাঁটতে চাইছে তারা।
সম্প্রতি ভারতীয় রেল মন্ত্রকের (Ministry of Railways) তরফে আয়োজিত একটি প্রযুক্তি সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিতে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Railway Minister Ashwini Vaishnaw)। রেলওয়ে নেটওয়ার্কের পরিকাঠামো বাড়ানোর জন্য ডাটা অ্যানালেটিকসের সাহায্য নেওয়ার কথাও বলেন তিনি।
এপ্রসঙ্গে তিনি বলেন, "সরকার নির্দিষ্ট লক্ষ্যপূরণের জন্য সবসময় তৈরি রয়েছে। দেশ ও রেলওয়ের মঙ্গলের জন্য সমস্ত রকমের পরিকল্পনা ও উদ্যোগ নিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।"
Indian railways to start using artificial intelligence, quantum computing for its mega transformation across India.https://t.co/qgQhsp52AW
— TIMES NOW (@TimesNow) March 9, 2023