ভারতীয় রেল Representational Image (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১০ মে: মঙ্গলবার থেকে যাত্রাবাহী ট্রেন (Passenger Train) চালানোর কথা ঘোষণা করল রেল (Indian Railways)। রবিবার রেল জানিয়েছে, ১২ মে থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ১২ মে কেবলমাত্র নতুন দিল্লি স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। মোট ১৫ জোড়া ট্রেন চালানো হবে। যদিও স্টেশনে মিলবে না টিকিট। আইআরসিটিসি (irctic.co.in)-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুক করতে হবে টিকিট

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধাপে ধাপে ভারতীয় রেল অন্য রুটিগুলিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেবে। তবে করোনা কেয়ার সেন্টারগুলির জন্য ২০ হাজার কোচ এবং প্রতিদিন ৩০০ 'শ্রমিক স্পেশাল' ট্রেনর জন্য পর্যাপ্ত সংখ্যক কোচ সংরক্ষণ করার পর এই বিষয়টি দেখা হবে। আরও পড়ুন: Shramik Special Trains: ৭টি ট্রেনের অনুমোদন চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, একটাও মঞ্জুর হয়নি: দেবেন্দ্র ফডনবিস

রেল জানিয়েছে, এই ট্রেনগুলিতে সংরক্ষণের জন্য বুকিং ১১ মে বিকেল ৪টা থেকে শুরু হবে এবং কেবল আইআরসিটিসি ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) পাওয়া যাবে। রেল স্টেশনগুলিতে টিকিট বুকিং কাউন্টারগুলি বন্ধ থাকবে এবং কোনও কাউন্টার টিকিট (প্ল্যাটফর্মের টিকিট সহ) দেওয়া হবে না। কেবল বৈধ কনফার্ম টিকিটযুক্ত যাত্রীদের রেলস্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের জন্য মুখ ঢেকে রাখা এবং স্ক্রিনিং করা বাধ্যতামূলক। কেবলমাত্র উপসর্গহীন যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে। ট্রেনের সময়সূচি সহ আরও বিশদ পরে জানানো হবে।