Chhath Puja 2025: দিওয়ালি ও ছটপুজোয় বাড়ি ফেরার চেষ্টায় ভিড়ের চাপে ট্রেন সফরে মৃত্যু হয়েছে তিনজন বিহারবাসীর। বিহারবাসীর ঘরে ফেরার পথে রেকর্ড ভিড়ের ট্রেনের শোচনীয় অবস্থা থেকে চমকে উঠেছে দেশ। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ছটপুজো উপলক্ষ্যে বিহারবাসীকে উপহার দিল। ভোটমুখি বিহারে এবার বিভিন্ন রেল স্টেশনে বাজাবে ও দেখানো হবে ছট স্পেশাল বিভিন্ন গান। বিহারের পটনা, দানাপুর, হাজিপুর, ভাগলপুর, জামালপুর, সোনপুরের পাশাপাশি নয়া দিল্লি, গাজিয়াবাদ ও আনন্দ বিহার টার্মিনালের মত রেলস্টেশনগুলিতেও বাজানো হবে ছট উপলক্ষ্যে বিশেষ ভোজপুরী গান।
ছটে স্টেশনে স্টেশনে গান বাজানো নিয়ে কী জানাল রেল
ভারতীয় রেলওয়ের পক্ষে থেকে জানানো হয়, এই উদ্যোগের উদ্দেশ্য হল যাত্রীদের উৎসবের শুভ আবহের সঙ্গে যুক্ত করা এবং তাঁদের সফর কিংবা যাত্রাকে আরও আনন্দদায়ক করে তোলা। পাশাপাশি রেল জানায়, ছট উপলক্ষ্যে এই গানগুলি যাত্রীদের মধ্যে ঘরের স্মৃতি ও সংস্কৃতির অনুভূতি জাগিয়ে তুলবে, তাদের যাত্রাকে ভক্তি আর আনন্দে ভরিয়ে দেবে। আগামিকাল, শনিবার থেকে মঙ্গলবার চলছে ছটপুজো।
ছটে ঘরে ফিরতে রেল সফরে আতঙ্ক বিহারবাসীর একাংশের
#Bihar: Passengers jostled to board trains at Patna Junction as the city witnessed a massive rush ahead of the Chhath Puja festival. Railway authorities have arranged additional services to manage the surge in travellers, ensuring smooth transit during the festive season.… pic.twitter.com/VEz5xvIsrh
— The Pioneer (@TheDailyPioneer) October 24, 2025
বিহারে আর কয়েক দিন পরেই বিধানসভা ভোট, এবারের ছট তাই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ
আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে এবারের ছটপুজোয় রাজ্যবাসীর মন জিততে মরিয়া রাজনৈতিক দলগুলি। এবারের ছটে বিহারবাসীকে খুশি করার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে 'ডবল ইঞ্জিন' সরকার।