Indian Railway (Photo Credit: X@airnews_kolkata)

Indian Railway: উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় সামলে ভারতীয় রেলে বিশেষ উদ্যোগ। উৎসবের সময়ে অনেক যাত্রী শুধু যাওয়ার টিকিট আগে বুক করে, ফেরার টিকিট পরে বুক করতে গিয়ে বিশাল ভিড় ও টিকিট সংকট তৈরি হয়। আর সেই কথা মাথায় রেখে নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ’ ( Round Trip Package for Festival Rush) ঘোষণা করল রেল। এই প্রকল্পের আওতায় রিটার্ন টিকিটের (Return Ticket) মূল ভাড়ায় থাকছে ২০ শতাংশ ছাড়। তবে একই যাত্রীদের জন্য যাওয়া ও ফেরার—দুটি যাত্রারই কনফার্ম টিকিট একসঙ্গে বুক করার সময়ই এটি ছাড় পাওয়া যাবে। এমন কথা জানিয়েছে ভারতীয় রেলওয়ে। রেল পরিষ্কার জানিয়েছেন, ২০ শতাংশ ছাড়ের নিয়মে যাত্রীর নাম, ক্লাস বা শ্রেণী এবং উৎস-গন্তব্য রুট দুই টিকিটেই একই হতে হবে।

কী কী শর্তে রিটার্ন টিকিটে মিলবে ২০ শতাংশ ছাড়

‘রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ’-এ রিটার্ন টিকিটে ২০ শতাংশ ছাড় পেতে হল আরও একটি শর্ত হল- যাওয়ার টিকিট ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৫-এর মধ্যে এবং ফেরার টিকিট ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে হতে হবে। এই প্রকল্পের টিকিট বুকিং শুরু হবে ১৪ আগস্ট ২০২৫ থেকে। প্রকল্পটি সব শ্রেণি ও ট্রেনে প্রযোজ্য হলেও ফ্লেক্সি-ফেয়ার ট্রেন এই সুবিধার বাইরে থাকবে। যাওয়া ও ফেরার টিকিট অনলাইনে বা কাউন্টার থেকে একসঙ্গে বুক করতে হবে, এবং চার্ট প্রস্তুতির সময় কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। রেলওয়ে স্পষ্ট করেছে, এই প্রকল্পের আওতায় বুক করা টিকিট অফেরতযোগ্য বা নন-রিফান্ডেল হবে এবং অন্য কোনো ছাড়, রেল কুপন, ভাউচার, পাস বা PTO প্রযোজ্য হবে না। রেল বোর্ড জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য উৎসবের সময়ে ভিড় কমানো, বুকিং সহজ করা এবং উভয় দিকের যাত্রায় ট্রেন পরিষেবার মসৃণতা নিশ্চিত করা। একইসঙ্গে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে।

রিটার্ন টিকিটে বড় ছাড়

কেন এই ছাড়

উৎসবের মরসুমে রিটার্ন টিকিটে বড় ছাড়ের পিছনে রেলের আসল উদ্দেশ্য হল যাত্রীদের যাওয়া-ফেরার পরিকল্পনা আগে থেকেই নিশ্চিত করানো, যাতে ট্রেনের দুই দিকের যাত্রী চাপ সমানভাবে বণ্টন হয়। সাধারণত উৎসবের সময় একদিকে ট্রেন ভর্তি হয়ে যায়, কিন্তু ফেরার পথে অনেক আসনই খালি পড়ে থাকে। যেমন, পূজোর আগে কলকাতামুখী ট্রেন বেশ ভিড় থাকে, কিন্তু কলকাতা ছেড়ে বাইরে যাওয়া ট্রেনে তুলনায় ফাঁকা আসন বেশি থাকে। এই অফার সেই অসমতা দূর করবে। রাউন্ড ট্রিপ বুকিং বাধ্যতামূলক করে দেওয়ায় ফেরার টিকিটও আগে থেকেই নিশ্চিত হবে, ফলে ফেরার সময় অতিরিক্ত ভিড়ের চাপও কমে যাবে।