নয়াদিল্লিঃ লোকাল হোক কিংবা দূরপাল্লার ট্রেনে (Train) যাতায়াত করার সময় বৃহন্নলা সেজে একদল মানুষের জোরজুলুমের শিকার হননি এমন মানুষের সংখ্যা কম। টাকা চেয়ে না পেলেই শুরু হয় তাঁদের শাপ-শাপান্ত, গালিগালাজ। বহুবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি করেন যাত্রীরা। তবে এবার যাত্রীদের এই আবদনে সাড়া দিল ভারতীয় রেল। এই ধরনের হেনস্থা থেকে যাত্রীদের মুক্তি দিতে বড়সড় পদক্ষেপ করল রেলওয়ে কর্তৃপক্ষ।
সম্প্রতি রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের মধ্যে বৃহন্নলা সেজে যদি কেউ টাকা আদায়ের নামে জোরজুলুম করেন, হেনস্থা করেন তবে তাঁর বিরুদ্ধে 'রেল মদদ' পোর্টালে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এছাড়া ১৩৯ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। প্রসঙ্গত, সম্প্রতি ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর নর্থ-সেন্ট্রাল রেলওয়ের আগ্রা ডিভিশনে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। অভিযোগ, বৃহন্নলা সেজে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন তাঁরা। এছাড়া যাত্রীদের হেনস্থা, বিনা টিকিটে ভ্রমণের মত একাধিক অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ধরনের ঘটনার জন্য মোট ৩০৩ জনকে আটক করা হয়েছে। ২৫৭ জন যাত্রী 'রেল মদদ' পোর্টালে অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গেই রেলের তরফে পদক্ষেপ করা হয় হলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
ট্রেনে বৃহন্নলা সেজে টাকা চেয়ে জোরজুলুম? নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ
Indian Railways has urged passengers to report any harassment or extortion by imposters using the ‘Rail Madad’ portal or helpline number 139.#IndianRailways #RailMadad #PassengerSafety #RailwayNews #RPF https://t.co/MCVxXToO7H
— Mathrubhumi English (@mathrubhumieng) November 2, 2025