প্রতীকী ছবি (Photo Credit: ANI)

নয়াদিল্লিঃ এবার মহিলা আরপিএফ জওয়ানদের(Female RPF Jawans) হাতে বিশেষ স্প্রে(Spray) তুলে দিল রেল। যাত্রীদের নিরাপত্তা দিতে গিয়ে যদি অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাই আত্মরক্ষার জন্য মহিলা আরপিএফদের হাতে চিলি স্প্রে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক।নারী দিবসেই লঙ্কার গুঁড়ো ভর্তি ক্যান বা চিলি স্প্রে ক্যান হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। নন-লিথাল অস্ত্র হিসেবে এই চিলি স্প্রে ব্যবহার করতে পারবেন মহিলা আরপিএফরা।নারী ক্ষমতায়ন এবং নারীদের সুরক্ষা দিতেই রেলের এই উদ্যোগ বলে জানানো হয়েছে অশ্বিনী বৈষ্ণবের রেল মন্ত্রকের তরফে।

মহিলা আরপিএফ জওয়ানদের সুরক্ষায় উদ্যোগী রেল

ফাঁকা রেল স্টেশন, চলন্ত ট্রেন বা নির্জন এলাকায় যাত্রীদের সুরক্ষা দিতে গিয়ে কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে তা থেকে বাঁচতে এই লঙ্কার গুঁড়ো স্প্রে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে মহিলা আরপিএফ জওয়ানদের। রেলের এই নয়া উদ্যোগ নিয়ে আরপিএফের ডিরেক্টর জেনারেল মনোজ যাদব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়ন এবং তাদের জন্য সুরক্ষিত কর্মক্ষেত্রের যে স্বপ্ন দেখেছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই রেলের এই উদ্যোগ। মহিলা যাত্রীদের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা যাতে ভাল হয়, তার জন্য ভারতীয় রেলওয়ে নানা উদ্যোগ নিয়েছে। আমাদের মহিলা আরপিএফ জওয়ানরা শক্তি, দৃঢ়তা ও সাহসের প্রতীক। তাদের হাতে লঙ্কার গুড়ো স্প্রে তুলে দিয়ে আমরা তাদের আত্মবিশ্বাস ও ক্ষমতাকে আর একটু বাড়ালাম। একইসঙ্গে স্পষ্ট বার্তাও দেওয়া হল যে মহিলা যাত্রীদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।”

 মহিলা আরপিএফ জওয়ানদের হাতে বিশেষ 'অস্ত্র' তুলে দিল রেল