Rajdhani Express (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৭ অক্টোবর: এবার থেকে আইআরসিটিসি (IRCTC) আপনাকে আর খাবারের অপশনে ক্লিক করতে দেবে না? অর্থাৎ দূরপাল্লার ট্রেনে উঠলে, আপনাকে এমনিতে খাবার নিতে হবে? খাবারের অপশনে (No Food Option) গিয়ে ক্লিক করলে তবেই যে আপনার জন্য খাবার বুক করবে ভারতীয় রেল, এমন নয়। এবার থেকে রাজধানী, শতাব্দী কিংবা বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে খাবার নিতে হবে? ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের নয়া নিয়ম নিয়ে জোরদার জল্পনা ছড়াতে শুরু করেছে। বেশ কয়েকটি এক্স হ্যান্ডেলের তরফে এই খবর ছড়াতে শুরু করেছে।

অর্থাৎ এবার থেকে শতাব্দী, রাজধানী কিংবা বন্দে ভারত এক্সপ্রেসে চাপলে আপনাকে ভারতীয় রেলের খাবার নিতেই হবে। সেখানে নো ফুড অপশন থাকছেই না বলে খবর। যা নিয়ে জোর জল্পনা ছড়াতে শুরু করেছে।

যাত্রীদের অনেকের অভিযোগ, মোবাইল থেকে আইআরসিটিসিতে লগ ইন করলে, সেখানে খাবার বুক করতে চান কি না, এমন কোনও অপশন তাঁদের কাছে আসছে না। অর্থাৎ ট্রেন যাত্রার সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের খাবার আপনাকে নিতেই হবে। এমন নিয়ম চালু করা হচ্ছে কি, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।

আইআরসিটিসি কেন নো ফুড অপশন চালু করে?

২০১৭ সাল থেকে IRCTC এই নো ফুড অপশন চালু করে। ওই সময় ভারতীয় রেলের খাবার নিয়ে যাত্রীরা নানা ধরনের অভিযোগ শুরু করেন। যার জেরে যাত্রীদের কাটা ট্রেনের টিকিট থেকে যাতে খাবারের জন্য অর্থ কাটা না যায়, তার জন্য চেষ্টা শুরু করতেই আইআরসিটিসি ওই নো ফুড অপশন সংযুক্ত করে।