রেল (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১৭ মার্চ: করোনাভাইরাসের (coronavirus) সংক্রমণ দেশে হু হু করে ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে প্ল্যাটফর্মের ভিড় নিয়ন্ত্রণে রাখতে নয়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। এক ধাক্কায় পাঁচ গুণ বেড়ে গেল প্ল্যাটফর্ম টিকিটের মূল্য। ১০ টাকা নয়, এখন থেকে স্টেশনে অপেক্ষা করতে গেলে প্ল্যাটফর্ম টিকিটের জন্য গনতে হবে কড়কড়ে ৫০ টাকা। ভারতীয় রেল দেশের ২৫০টি স্টেশনে এই নিয়ম চালু করেছে। মূলত মারণ রোগের সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এক রেলকর্তার দাবি, দেশের ভিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ রেলওয়ে প্ল্যাটফর্মেই এই নিয়ম বলবৎ হয়েছে আজ থেকে।

এই সব জায়গায় কোনও যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে হলে প্ল্যাটফর্ম টিকিট বাবদ ৫০ টাকা গুনতে হবে। পশ্চিম রেলের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই মুম্বই, বদোদরা, আমেদাবাদ, রাতলাম, রাজকোট ও ভাবনগর স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ থেকে ৫০ টাকা হয়ে গিয়েছে। মূলত প্ল্যাটফর্মগুলি সবসময় ভিড়ে পরিপূর্ণ থাকে, সংক্রমণ এড়াতে তাই এভাবেই ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। আরও পড়ুন-Nirbhaya Case: ফাঁসি রদে নয়া বাহানা, ঘটনার রাতে দিল্লিতে না থাকার দাবি ধর্ষক মুকেশের

জানা গিয়েছে, ২০১৫-র মার্চ থেকেই ভারতীয় রেল বিভাগীয় রেল ম্যানেজারদের হাতে এই ক্ষমতাটি দিয়েছে। যাতে নিজের এলাকায় থাকা গুরুত্বপূর্ণ রেলস্টেশনের ভিড় নিয়ন্ত্রণ করতে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে দেওয়া যায়। মঙ্গলবার ভারতে একসঙ্গে ১২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এর ফলে সোমবার য়েখানে গোটা দেশে আক্রান্তের সংক্যা ছিল ১১৪। মঙ্লবার এক ধাক্কায় তা গিয়ে পৌঁছালো ১২৬-এ। এদিন করোনায় তৃতীয় মৃত্যুটি ঘটেছে মুম্বইতে। সেখানকার কস্তুরবা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বছর ৬৪-র বৃদ্ধ। তাঁর মৃত্যু হয়েছে।