নয়াদিল্লি: ফের কি বাড়তে চলছে ভারতের বাজারে পেঁয়াজের (onion) দাম! পরিস্থিতি দেখে কিন্তু, তাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। শুক্রবার আগামী মার্চ মাস পর্যন্ত কেন্দ্র পেঁয়াজ রপ্তানি (onion exports) নিষিদ্ধ (bans) করার ফলে দাম বৃদ্ধির জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে পেঁয়াজের চাহিদা আগের থেকেও বেড়েছে। তাই দেশের অন্দরে পেঁয়াজের জোগান বজায় রাখার জন্য আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বিদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে দাম (prices) নিয়ন্ত্রণের বাইরে যাবে না বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: Dausa Minor Rape: রাজস্থানে ধর্ষিতা ৫ বছরের শিশুকন্যা, ভিডিয়োতে শুনুন পুলিশের বক্তব্য
ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (Directorate General of Foreign Trade) (DGTF) একটি বিজ্ঞপ্তিতে বলেছে, পেঁয়াজের রপ্তানি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য কিছু কিছু অনুরোধের ভিত্তিতে অন্যান্য দেশে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতির ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি পেঁয়াজের সেই সমস্ত চালান যার লোডিং এই বিজ্ঞপ্তির আগে শুরু হয়েছিল তা রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। যে ক্ষেত্রে শিপিং বিল দাখিল করা হয়েছে এবং পেঁয়াজ লোড করার জন্য জাহাজগুলি ইতিমধ্যেই ভারতীয় বন্দরে বার্থ এবং নোঙর করা হয়েছে। রপ্তানি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে তাদের ঘূর্ণন নম্বর বরাদ্দ করা হয়েছে, সেই চালানটি রপ্তানির জন্যও অনুমোদিত।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করার জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য আরোপ করা হয়েছিল। আর এবার নতুন বিজ্ঞপ্তিতে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করা হল। আরও পড়ুন: Punjabi Bagh Shootout: প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে গুলি ছোঁড়ার জের, ধৃত লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই শার্প শুটার