প্রতীকী ছবি (Photo Credit: IANS)

টাকা চেয়েছিল। তা দিতে চাননি শিরোমণি আকালি দলের প্রাক্তন এক বিধায়ক (former Shiromani Akali Dal (SAD) MLA)। এর জেরে পাঞ্জাবি বাগ (Punjabi Bagh) এলাকায় থাকা ওই বিধায়কের বাড়ির সামনে সাত থেকে আট রাউন্ড গুলি চালায় (Firing) লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) ও গোল্ডি ব্রার (Goldy Brar) গ্যাংয়ের দুই শার্পশুটার (sharpshooters)। পরে তদন্ত নেমে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে তোলাবাজির (extort money) অভিযোগ রয়েছে।

ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক সূত্রে জানা গেছে, শার্প শুটারদের শনাক্ত করা হয়েছে। তারা হল আকাশ ওরফে কাসা (২৩) এবং নিতেশ ওরফে সিন্টি (১৯)। ধৃতরা হরিয়ানার বাসিন্দা। আ :