দৌসা: শুক্রবার রাজস্থানের (Rajasthan) দৌসা (Dausa) এলাকায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের (Dausa Minor Rape) অভিযোগ উঠল। ঘটনাটির জেরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Punjabi Bagh Shootout: প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে গুলি ছোঁড়ার জের, ধৃত লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই শার্প শুটার
এপ্রসঙ্গে জয়পুর রেঞ্জের আইজি উমেশ চান্দের দত্ত বলেন, "নাবালিকা মেয়ের বাবা একটি অভিযোগ (complained) করেছেন। তার ভিত্তিতে দৌসা থানায় (Dausa Police station) একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির মেডিকেল চেক-আপ (Medical check-up) করা হচ্ছে। আমরা এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে (preliminary stage) আছি। মেয়েটির অবস্থা বর্তমানে স্থিতিশীল, মহিলা পুলিশ অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা হাসপাতালে উপস্থিত রয়েছেন।" আরও পড়ুন: UP Aligarh Police Station: যোগী রাজ্যে থানায় পাসপোর্ট যাচাইয়ের কাজে এসে পুলিশের পিস্তলে গুলিবিদ্ধ মহিলা
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajasthan: On alleged rape with a 5-year-old girl in Dausa today, Umesh Chander Datta, IG, Jaipur Range says, " The father of a minor girl gave a complained and based on that a case was registered in Dausa Police station. Medical check-up of the girl is being… pic.twitter.com/kAjUor9VD0
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 8, 2023