নয়াদিল্লি: লিবিয়ায় প্রবল বৃষ্টির জেরে দুটি বাঁধ ভেঙে হওয়া বন্যা (Libya flood) ডেরনা (Derna) শহরকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছে। এক লক্ষের বেশি বাসিন্দার এই শহর ও আশপাশের অঞ্চলে এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ১০ হাজারের বেশি। বুধবার ভয়াবহ এই পরিস্থিতির ফলে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানালেন ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Indian EAM Dr S Jaishankar)। দিলেন প্রয়োজনে পাশে থাকার বার্তাও।
সোশ্যাল মিডিয়া এক্স-এর হ্যান্ডেলে তিনি টুইট (S Jaishankar On Libya flood) করেন, "লিবিয়ায় ভয়াবহ বন্যার ফলে এত মানুষের মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত শোকাহত (Deeply saddened)। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। কঠিন এই সময়ে লিবিয়ার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছি।
কয়েকদিন ধরে হওয়া প্রবল বৃষ্টির জেরে হওয়া বন্যায় বিধ্বস্ত লিবিয়ার একাংশ। দুটি বাঁধ ভেঙে প্রবল জলের স্রোতে ধুয়ে মুছে গিয়েছে ডেরনা শহরের অনেক জায়গা। প্রচুর মৃতদেহ সমুদ্রে ভাসছে। লিবিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভয়াবহ বন্যার জেরে এখনও পর্যন্ত ৫,৩০০ জনের প্রাণ গেছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আরও পড়ুন: Rajouri Encounter: রাজৌরিতে খতম দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার প্রচুর পাকিস্তানি অস্ত্র, দেখুন ভিডিয়ো
Deeply saddened by the loss of lives due to the heavy floods in Libya. Our sympathies are with the families of the victims and with all those affected by the calamity.
Express our solidarity with the people of Libya in this difficult time.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 13, 2023