ভারতীয় সেনা (Photo Credit: PTI)

লেহ, ৬ জুলাই: ভারত-চিন সীমান্ত (India-China Border) নিয়ে হাওয়া বেশ গরম। চিনা আগ্রাসন আটকাতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হয়েছে ভারতের ৩০ হাজার সেনা। তবে সেনা মোতায়েন যে দীর্ঘস্থায়ী হতে চলেছে তা নিয়ে কোনও সংশয় নেই। কারণ, ভারতীয় সেনা হাড় কাঁপানো ঠাণ্ডা রুখতে পারে এমন তাঁবু (Tents) চেয়ে জরুরি নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এর থেকে পরিষ্কার সেনাবাহিনী লাদাখ  (Ladakh) সীমান্তে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত ঘাঁটি গড়তে চলেছে।

সিনিয়র সেনা অফিসারেরা মনে করছেন ভারত-চিন স্ট্যান্ডঅফ দীর্ঘকালীন হতে চলেছে। তাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করে রাখতে হবে বেশ কয়েকমাস। অন্যদিকে, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চিন সীমান্তে তাঁবু তৈরি করেছে। ইতিমধ্যে তাঁরা পিছু হঠবার নয়। তাই সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত ভারত সীমান্তেও তাঁবু রাখার ব্যবস্থা করা হচ্ছে। তবে সেই তাঁবু হতে হবে প্রবল শীত আটকাতে সক্ষম। আরও পড়ুন, থানা থেকেই জানিয়ে দেওয়া হয় পুলিশ রেইডের খবর, দাবি বিকাশ দুবের ঘনিষ্ঠ সহযোগীর; এখনও অধরা 'গ্যাংস্টার'

সংবাদসংস্থা এএনআইকে আর্মি সূত্র জানিয়েছে, চিনা সৈন্যরা যদি এলাকা ছেড়ে চলেও যায়, তবুও ভারতীয় সেনা সেখানে পাহারা দেবে। ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা করতে এই পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী বলে জানা গেছে। সেপ্টেম্বর, অক্টোবরে লাদাখ সীমান্তে তাপমাত্রা শূন্যে পৌঁছে যায়। প্রবল ঠাণ্ডায় সেখানে টিকে থাকা কঠিন। তাই হাজার হাজার তাঁবুর অর্ডার দিতে চলেছে সেনাবাহিনী, যা সেনাদের ঠাণ্ডার হাত থেকে রক্ষা করবে।

চিনা সৈন্যরা ইতিমধ্যে এইধরণের তাঁবু গেড়ে দিয়েছে, এবার পালা ভারতের। ভারত ও ইউরোপ থেকে এই তাঁবু আনা হচ্ছে। ইতিমধ্যে রাশিয়া থেকে জুডিফ্যবিমানও এসে পৌঁছেছে। সংঘর্ষ হলে কড়া জবাবের প্রস্তুতি নিচ্ছে ভারত।