Drone. (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২৬ নভেম্বর: চিন সীমান্তে নজরদারি ক্ষমতা বৃদ্ধির জন্য ভারতীয় সেনা (Indian Army) শীঘ্রই পূর্ব লাদাখ এবং ইজরায়েলি হেরন (Heron) এবং অ্যামেরিকান মিনি ড্রোন (mini drones ) পেতে চলেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, হেরন নজরদারি ড্রোন অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। হেরন লাদাখ সেক্টরে মোতায়েন হলে ভারতীয় সেনার নজরদারি ক্ষমতা বাড়বে।" এএআই আরও জানিয়েছে যে, চিনের সঙ্গে জারি থাকা সীমান্ত বিরোধের মধ্যেই তিন বাহিনীকে ৫০০ কোটি ডলারের সরঞ্জাম ও সিস্টেম কেনার ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। জরুরি আর্থিক ক্ষমতার অধীনে এই ড্রোনগুলি কেনা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, অন্যান্য ছোটো বা মিনি ড্রোন মার্কিন যুক্তরাজ্য থেকে অধিগ্রহণ করা হচ্ছে যেগুলিকে ব্যাটালিয়ন পর্যায়ে স্থলসেনাকে সরবরাহ করা হবে এবং হাতে চালিত ড্রোনগুলি কোনও নির্দিষ্ট স্থান বা অঞ্চল সম্পর্কে সচেতনতা অর্জনের জন্য ব্যবহৃত হবে। প্রতিরক্ষা বাহিনী নিজেদের ক্ষমতা ও সরঞ্জাম বাড়ানোর এই উদ্যোগ নিয়েছে যাতে চিনের সঙ্গে লড়াই বাধলে যাতে মোক্ষম জবাব দেওয়া যায়। আরও পড়ুন: Rajasthan Shocker: মর্মান্তিক! ৪ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ

বালাকোট বিমান হামলার ঠিক পরে ২০১৮ সালে প্রতিরক্ষা বাহিনীকে এই জাতীয় সুবিধা দেওয়া হয়েছিল। একই সুবিধা ব্যবহার করে, ভারতীয় নৌবাহিনী দুটি প্রিডেটর ড্রোন লিজ নিয়েছে অ্যামেরিকান সংস্থা জেনারেল অ্যাটমিক্সের কাছ থেকে।