Photo Credits: ANI

গ্যাংটক:  প্রবল তুষারপাতের (heavy snowfall) ফলে পূর্ব সিকিমের (East Sikkim) নাথুলা (Natu La) ও ছাঙ্গু লেকে (Changgu lake) এলাকায় আটকে পড়েছিলেন (stranded) ৩৭০ জন পর্যটক (tourists)। খবর পাওয়ার পরেই স্থানীয় প্রশাসন ও পুলিশের সাহায্যে তাঁদের উদ্ধার (rescued) করে নিরাপদে স্থানে নিয়ে আসে ভারতীয় সেনা (Indian Army)।

এপ্রসঙ্গে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, প্রবল তুষারপাতের ফলে পূর্ব সিকিমের নাথু লা ও ছাঙ্গু লেক এলাকায় আটকে পড়েছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা ৩৭০ জন পর্যটক। খবর পাওয়ার পরেই অপারেশন হিমরাহাত(Operation Himrahat)-এর মাধ্যমে রবিবার ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের (Trishakti Corp) জওয়ানরা স্থানীয় প্রশাসন (Civil Administration) ও পুলিশের (Civil Police) সাহায্যে ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেন। নাথু লা ও ছাঙ্গু লেক এলাকা থেকে ৩৭০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। আরও পড়ুন: Tamil Nadu: বিশ্বাসঘাতকতার জের, যুবকের গায়ে ফুটন্ত তেল ঢাললেন প্রেমিকা