Indian Army Chopper Cheetah Crashes: হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেনা চপারের, তারপর...
Army Helicopter (Photo Credit: Wikimedia Commons)

দিল্লি, ১৬ মার্চ:  বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মানডালায় ভেঙে পড়ে ভারতীয় সেনার (Indian Army Helicopter) হেলিকপ্টার চিতা। ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা ভেঙে পড়ার পর থেকেই শোরগোল শুরু হয়েছে। হেলিকপ্টারে যে চালকরা ছিলেন, তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) পুলিশের তরফে জানানো হয়, বমডিলায় মানডালা পাহাড়ের পর দিয়ে ওড়ার সময় সেনা হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৯.১৫ মিনিটে চিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছেিন্ন হওয়ার পর সাড়ে বারোটা নাগাদ সেটিকে দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর তাঁরাই পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: Indian Army Chopper Cheetah Crashes: অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা

রিপোর্টে প্রকাশ, সেনা হেলিকপ্টার চিতায় ২জন চালক ছিলেন। হেলিকপ্টারের ২ চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মানডালা পাহাড়ের যে অংশে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, তা অত্যান্ত দুর্গম। ওই অঞ্চল থেকে কোনও সিগনাল এখনও পর্যন্ত মেলেনি। পাশাপাশি গোটা এলাকা কুয়াশায় ঢাকা। কুয়াশার জেরে ওই এলাকার দৃশ্যমানতা ৫-এ নেমে গিয়েছে। ফলে তল্লাশিতে বেশ বেগ পেতে হচ্ছে বলে অরুণাচল প্রদেশ পুলিশের তরফে জানানো হয়।