Indian Army Chopper Cheetah Crashes: অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা
Army Helicopter (Photo Credit: Wikimedia Commons)

ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Army Choppe)  চিতা। বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে ভেঙে পড়ে ভারতীয় সেনার হেলিকপ্টার। অরুণাচল প্রদেশের মানডালা পাহাড়ে ভেঙে পড়ে চিতা। ওই হেলিকপ্টারে কতজন ছিলেন, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট থেকে চিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি বমডিলার মানডালা পাহাড়ের খাঁজে ভেঙে পড়ে।