COVID-19 Vaccine Update: 'দেশে করোনা ভ্যাক্সিনের ফেজ ৩ ট্রায়াল শুরু হতে চলেছে আগামিকালের মধ্যেই', জানালেন নীতি আয়োগের সদস্য
প্রতীকী ছবি(Photo Credits: Pixabay)

নয়াদিল্লি, ১৮ অগাস্ট: করোনাভাইরাস ভ্যাক্সিন তৈরিতে ক্রমশ এগোচ্ছে ভারত। আজ কিংবা আগামিকালের মধ্যে শুরু হবে তৃতীয় ধাপ অর্থাৎ ফেজ ৩ ট্রায়াল। নীতি আয়োগের সদস্য ভিকে পাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন। তবে কোন ভ্যাক্সিন সফল হওয়ার পরীক্ষায় আরও একধাপ এগোল। সেই বিষয়টি নিয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়নি ভিকে পাল। এই মুহূর্তে COVXIN এবং ZyCoV-D- এই দু'টি ভ্যাক্সিনের পরীক্ষাই জোরকদমে চলছে দেশে।

নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানিয়েছেন, 'করোনা ভ্যাক্সিন তৈরির কাজ জোরকদমে চলছে দেশে। এই বিষয়টি নিয়ে দেশ যথেষ্ট চিন্তিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন স্বাধীনতা দিবসের দিন। এই মুহূর্তে দেশে মোট তিনটি ভ্যাক্সিন তৈরির কাজ চলছে। এরমধ্যে একটি ভ্যাক্সিন তৈরির কাজ তৃতীয় ধাপে পৌঁছেছে। আজ কালের মধ্যেই শুরু হয়ে যাবে এই ভ্যাক্সিন তৈরির কাজ।'

করোনা ভ্যাক্সিন তৈরির কাজ চলছে দেশে। এরমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে COVXIN, ZyCoV-D এবং ZyCoV-D ভ্যাক্সিন। এরমধ্যে COVXIN ভ্যাক্সিনটি ভারত বায়োটেকের তরফে তৈরি করা হয়েছে। আইসিএমআরের সঙ্গে জোটবদ্ধ হয়ে এটি তৈরির কাজ চলছে। ১৮ থেকে ৫৫ বছর কোমরবিডহীন রোগীর মধ্যে এই ভ্যাক্সিনটির প্রথম ট্রায়াল সম্প্ন হয়েছে। ফেস ২ অর্থাৎ দ্বিতীয় ধাপের ট্রায়ালও শুরু হয়েছে। দেশজুড়েই চলছে এটির ট্রায়াল। বাকি দু'টিও ফেস ২ ট্রায়ালে রয়েছে।