Indian Embassy in Kabul (Photo Credit: X@beatsinbrief)

ভারত (India) সফরে হাজির হয়ে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমীর মুত্তাকি (Afghan Foreign Minister Amir Muttaqi) আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে সাক্ষাৎ করলেন আমীর মুত্তাকি। ভারত এবং আফগানিস্তান ঘনিষ্ঠ বন্ধু। তাই বরাবর এই দেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আমীর মুত্তাকি। এবার সেই আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করছে ভারত। বন্ধ হয়ে থাকা কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় খুলতে চলেছে ভারত, জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, তালিবানের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার পরেই সেখান নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ভারতীয় দূতাবাস।

ভারত ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে তুলতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। সেই সূত্রেই কাবুলে ফের ভারতীয় দূতাবাস তৈরির ঘোষণা করেছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জাতীয় উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে অবদান রাখবে। এটি আরও উন্নত করার জন্য, আমি আজ কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করতে পেরে আনন্দিত।