খালিস্তানি বিক্ষোভের জের এবার কানাডায়। যার জেরে কানাডার হাইকমিশনের দূতকে ডেকে পাঠানো হল ভারতের তরফে।
কানাডার মিডিয়া রিপোর্ট অনুযায়ী শনিবার কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের কাছে আলাদা রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ করে খালিস্তানিরা। সেই উপলক্ষ্যে কানাডার দূতকেও ডেকে পাঠানো হয়। কিভাবে তাদের ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ভেদ করে বিক্ষোভ দেখানোর সুযোগ দেওয়া হল সেই বিষয়ে কৈফিয়ত তলব করেছে ভারত।
এর পাশাপাশি,ভারতের বিদেশমন্ত্রকের তরফে কানাডায় উপস্থিত ভারতীয় দূতদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে যাতে ভারতীয় দূতরা তাদের সাধারন কাজকর্ম করতে পারে।প্রসঙ্গত, পাঞ্জাবের পরই সবথেকে বেশি শিখেদের বাসস্থান কানাডায়।
খালিস্তান ইস্যুতে অমৃত পাল সিংকে ইতিমধ্যেই খুঁজছে পাঞ্জাব পুলিশ। তার অন্যান্য সহযোগীকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
লন্ডনে ভারতীয় দূতাবাসের ওপর ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। যেখানে ভারতীয় দূতাবাসের ব্যালকনিতে উঠে পতাকা সরানোর চেষ্টা করে বেশ কিছু খালিস্তান পন্থী বিক্ষোভকারী। এই ঘটনায় ভারতে অবস্থিত ব্রিটেনের দূতকে ডেকে পাঠানো হয়। এবং নিরাপত্তার গাফিলতির জন্য জবাবও চেয়ে পাঠানো হয়।
India summons Canada High Commissioner, concerned over Sikh protesters https://t.co/pQeea7h5FH pic.twitter.com/hd1eYELWIK
— Reuters World (@ReutersWorld) March 26, 2023