Agni Prime Missile (Photo: ANI)

নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: অগ্নি প্রাইম মিসাইলের (Agni Prime Missile)  সফল পরীক্ষা চালাল ভারত। ওড়িশার বালাসোর উপকূলে এই পরীক্ষা চালানো হয়। অগ্নি শ্রেণীর মিসাইলের এটি উন্নত রূপ হল অগ্নি-পি। এটি একটি ক্যানিস্টারাইজড মিসাইল, যার পাল্লা ১ হাজার থেকে ২ হাজার কিমি।

সরকারি তরফে জানানো হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অগ্নি প্রাইম মিসাইলে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নির্ভুল ভাবে সমস্ত লক্ষ্যপূরণ করেছে।

চলতি বছরের অক্টোবর মাসে অগ্নি-৫ মিসাইলের পরীক্ষ চালায় ভারত। ওড়িশার আব্দুল কালাম আইল্যান্ড থেকে সেই মিসাইল উৎক্ষেপণ করা হয়। ডিআরডিও-র তরফে জানানো হয়, এই মিসাইলের পাল্লা ৫ হাজার কিলোমিটার। অগ্নি-৫ হল ভারতের হাতে থাকা একমাত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম।