Bilawal Bhutto (Photo Credit: Instagram)

দিল্লি, ৮ মার্চ: রাষ্ট্রসংঘে এবার ফের পাকিস্তানকে (Pakistan) তুলোধনা করল ভারত (India)। রাষ্টরসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি নিরাপত্তা পরিষদের বিতর্কের সময় পাকিস্তানের মন্ত্রী বিলাবল ভুট্টো যখন কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন, তার তীব্র বিরোধিতা করে ভারত। এমনকী পাকিস্তান যে মিথ্যাচার করছে, তা জবাবের অযোগ্য বলেও মন্তব্য করা হয় ভারতের তরফে। জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের  তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে।

মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভারতের  প্রতিনিধি রুচিরা কাম্বোজ পাক মন্ত্রীর বক্তব্যকে 'ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে কটাক্ষ করেন। পাক মন্ত্রী বিলাবল ভুট্টো ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেন, তা ভারতের তরফে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন রুচিরা।

আরও পড়ুন: Bilawal Bhutto Zardari: প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য, পাকিস্তানের বিলাবলের বক্তব্যকে 'অসভ্য' বলল দিল্লি

জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করছে, তার জবাব দেওয়ার অযোগ্য বলে ভারত মনে করে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে এমনই জানান ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।