নতুন দিল্লি, ২৬ মে: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে (coronavirus cases) ৬ হাজার ৯৩৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে এনিয়ে কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হাছেন ৮০ হাজার ৭২২ জন। অন্যদিকে ৬০ হাজার ৪৯০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর মধ্যে একজনকে আবার দেশে পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত ইরানে মোট করোনা আক্রান্ত ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। এদিকে সোমবারের হিসেবেই ইরানকে টপকে গেল ভারত। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন আক্রান্ত প্রায় সাত হাজার। সবমিলিয়ে শীর্ষ তালিকায় থাকা ১০টি করোনা বিধ্বস্ত দেশের মধ্যে একটি এখন ভারত।
ভারত ছাড়া বাকি ৯টি দেশ হল- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স, জার্মানি ও তুরস্ক। দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৬৭। সোমবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৩৬ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। মুম্বইতেই মারা গিয়েছেন ৩৮ জন।সবমিলিয়ে মৃতের তালিকায় হাজার অতিক্রম করে গেল দেশের বাণিজ্যিক নগরী। সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ১০২৬। সেখানে মুম্বইতে মোট করোনা আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। পুণেতে একদিনে আক্রান্ত ৪৫৯ জন। সবমিলিয়ে পুণে শহরে ৬ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত ২৮০ জনে মৃত্যু হয়েছে। গতকালই ৮ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন-CM Mamata Banerjee: রাজ্যের আম্ফান বিধ্বস্ত ৮০ শতাংশ এলাকা স্বাভাবিক হয়েছে, বললেন মমতা
Spike of 6,535 new COVID19 cases and 146 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 1,45,380 including 80,722 active cases, 60,490 cured/discharged and 4167 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/LNmlTd8t1n
— ANI (@ANI) May 26, 2020
মহারাষ্ট্র ছাড়া ১৪ হাজার ৪৬৮ মোট আক্রান্ত এখন গুজরাটে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন কোভিড রোগী ৪০৫ জন। গতকাল ৩০ জনের মৃত্যু হওয়াতে মোট মৃতের সংখ্যা এখন ৮৮৮। কেরালায় নতুন করে কোভিড আক্রান্ত ৪৯ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা রোগী ৮৯৬।