নতুন দিল্লি, ১৬ নভেম্বর: ২৮৭ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ (Coronavirus Cases In India)। সোমবার সারাদিনে দেশে মারণ রোগ করোনায় আক্রান্ত হলেন ৮ হাজার ৮৬৫ জন। অন্যদিকে একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১১ হাজার ৯৭১ জন। গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের প্রাণ কেড়েছে কোভিড। আশার খবর, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে , ৫২৫ দিনে আজ সর্বনিম্ন সংক্রামিত। এদিনের অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৯৩। গত ৪৩ দিনে নিয়ম করে কমছে অ্য়াক্টিভ কেসের সংখ্যা। তবে তকাল সারাদিনে দৈনিক সংক্রমণের অর্ধেক রয়েছে কেরালাতেই। আজ সেখানে নতুন করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪৭।
করোনার দৈনিক পরিসংখ্যান
#COVID19 | India reports 8,865 new cases (lowest in 287 days), 11,971 recoveries & 197 deaths in last 24 hrs.
Active caseload 1,30,793 - lowest in 525 days. Daily positivity rate (0.80%) less than 2% for last 43 days, Weekly Positivity Rate (0.97%) less than 2% for last 53 days. pic.twitter.com/sRqxzpVCXM
— ANI (@ANI) November 16, 2021
এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৮ জন। অন্যদিকে রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ১০ হাজার ৫৪৯ জন। আর এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ১৪৬ জন। এদিকে তৃতীয় ক্লিনিকাল ট্রায়ালে কোভিডের (Covid-19) বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin)। ল্যানসেট পিয়ার-রিভিউ ( Lancet peer-review) ভারত বায়োটেকের তৈরি এই টিকার কার্যকারিতা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।