নতুন দিল্লি, ২৩ নভেম্বর: দেশেজুড়ে ক্রমশ খর্ব হচ্ছে করোনার থাবা। ফের কমল দৈনিক সংক্রমণ। ৫৪৩ দিন পর গতকাল সোমবার ভারতে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ৭ হাজার ৫৭৯ জন। এদিনই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১২ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২৩৬ জন। স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে ৫৩৪ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৮৪। গত বছর মার্চের পর সর্বনিম্ন এই মুহূর্তে সংক্রামিতর সংখ্যা।
#COVID19 | India reports 7,579 new cases (lowest in 543 days), 12,202 recoveries & 236 deaths in the last 24 hours, as per Health Ministry.
Active cases stand at 1,13,584 - lowest in 536 days (account for less than 1% of total cases, currently at 0.33% - lowest since March 2020) pic.twitter.com/ZRQBtwufb4
— ANI (@ANI) November 23, 2021
গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭১ লাখ ৯২ হাজার ১৫৪ জন। আজ মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট ১১৭ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৪৯৯ জন টিকা পেয়েছেন। এদিকে বিদেশে গিয়ে করোনার কবলে পড়লেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।
With the administration of 71,92,154 vaccine doses in the last 24 hours, India’s #COVID19 vaccination coverage has exceeded 117.63 Cr (1,17,63,73,499) as per provisional reports till 7 am today. This has been achieved through 1,21,69,135 sessions: Government of India
(File pic) pic.twitter.com/Qt4AcBlDNr
— ANI (@ANI) November 23, 2021