Corona Patient (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ৭ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের মধ্যেই ৫৫৮ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। সোমবার দেশজুড়ে করোনার কবলে পড়লেন ৬ হাজার ৮২২ জন (Coronavirus Cases In India)। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১০ হাজার ৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২২০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৯৫ হাজার ১৪টি। তথ্য বলছে, ৫৫৪ দিনে সর্বনিম্ন অ্য়াক্টিভ রোগী রয়েছে আজ। এখনও পর্যন্ত কোভিড টিকা পেয়েছে ১২৮ কোটি ৭৬ লাখ জনতা। আরও পড়ুন-Madhya Pradesh: ৮ ছাত্রকে ধর্মান্তরণের অভিযোগ, স্কুলে ঢুকে ধ্বংসলীলা চালাল কট্টরপন্থীরা

করোনার দৈনিক পরিসংখ্যান

এদিকে কর্ণাটকে (Karnataka) যেমন ওমিক্রন থাবা বসিয়েছে, তেমনি মহারাষ্ট্রেও করোনা আক্রান্তের সংখ্যাও এবার হু হু করে বাড়তে শুরু করেছে। সম্প্রতি কর্ণাটকের ধারাডের একটি মেডিকেল কলেজে করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় তাকে 'সুপারস্প্রেডার' হিসেবে ঘোষণা করা হয়। সেখানে আরও ২ জনের শরীরে মিলল ওমিক্রনের খোঁজ। যার জেরে এ রাজ্যে এখনও পর্যন্ত ১০ জন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ফেরেন বছর ৩৭-এর যুবক। ব্রিটনের বন্ধুকে (৩৬) নিয়েই মহারাষ্ট্রের ফেরেন ওই যুবক। মহারাষ্ট্রে ফেরার পর ওই দুজনের শরীরেই মেলে করোনার (Corona) নয়া প্রজাতি ওমিক্রনের (0micron)  হদিশ।