নতুন দিল্লি, ২০ ডিসেম্বর: রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৬ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৩২ জন। এদিনই কোভিডকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ৮ হাজার ৭৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযাযী এই মুহূর্তে দেশে অ্য়াক্টিভ রোগী ৮২ হাজার ২৬৭ জন। গত ৫৭২ দিনে সর্বনিম্ন অ্য়াক্টিভ রোগী আজ দেশে।
দেখুন করোনার দৈনিক পরিসংখ্যান
COVID19 | India reports 6,563 new cases, 132 deaths and 8,077 recoveries in the last 24 hours; Active caseload stands at 82,267; lowest in 572 days: Ministry of Health and Family Welfare pic.twitter.com/mDYEKAVjxW
— ANI (@ANI) December 20, 2021
এদিকে মহারাষ্ট্রে স্কুল খুলতে না খুলতেই নবি মুম্বইয়ের এক স্কুলে ১৬ জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজেটিভ (Covid-19 Positive) এল। আক্রান্তরা সবাই অষ্টম থেকে একাদশ শ্রেণীর পড়ুয়া বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়াল। নতুন ওমিক্রন আক্রান্তদের মধ্যে ৬জন পুণের বাসিন্দা, একজন মুম্বই ও অপরজন মুম্বইয়ের শহরতলীর।