COVID-19 Cases in India: গতকালের নিরিখে আজ কমল আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৮ হাজার ৯১৬ জন ও মৃত ৭৫৭
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৫ জুলাই: শনিবার করোনায় (Coronavirus) গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৮ হাজার ৯১৬ জন ও মৃত ৭৫৭। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে ১৩.৫০ লাখ। দেশে মহামারীর মোট বলি ১৩,৩৬,৮৬১ জন। সংখ্যা মোট ৩১,৩৫৮। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ০৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন।

মহারাষ্ট্রে মারা গেছেন ১৩ হাজার ১৩২ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৭৭ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাডু। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২০ জনের। গুজরাতে ২ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছ। গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গে রোজ দু’হাজারেরও বেশি জন কোভিডে আক্রান্ত হচ্ছেন। এ রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ হাজার ২১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৫৩ হাজার ৯৭৩ জন। আরও পড়ুন, শনিবার রাজ্যজুড়ে ফের কড়া লকডাউন, তৎপর প্রশাসন

বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুমিছিলের সঙ্গে পাল্ল দিয়ে বাড়ছে করোনা জয়ীর সংখ্যাও। বর্তমানে যা ১ কোটি ছুঁতে চলেছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে যাওয়া করোনা রোগীর সংখ্যা ৯৭ লক্ষ ২৩ হাজার ৯৪৯। আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা অনেকটা কমেছে। আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন আট লক্ষেরও বেশি মানুষ। গতকালের নিরিখে আজ কম আক্রান্তের সংখ্যা।