নতুন দিল্লি, ২৯ নভেম্বর: ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪১ হাজার ৮১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৫৩ হাজার ৯৫৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।
আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ১৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৮০৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১২ লাখ ৮৩ হাজার ৪৪৯ টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: IED Blast By Maoists In Chhattisgarh: ছত্তিশগড়ের সুকনায় মাওবাদীদের IED বিস্ফোরণ, নিহত কোবরা ব্যাটালিয়নের ১ অফিসার, জখম ১০
With 41,810 new #COVID19 infections, India's total cases rise to 93,92,920
With 496 new deaths, toll mounts to 1,36,696 . Total active cases at 4,53,956
Total discharged cases at 88,02,267 with 42,298 new discharges in last 24 hrs. pic.twitter.com/JdmcMRBjm1
— ANI (@ANI) November 29, 2020
এদিকে বিশ্বে করোনা আক্রান্ত ৬ কোটি ২১ লাখের দোরগোড়ায়। আজ সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লাখ ৯৪ হাজার ১২৭ জনে। মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার ৭০৯ জনের।