ফাইল ফোটো (Photo Credits: ANI)

সুকনা, ২৯ নভেম্বর: ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকনায় মাওবাদীদের IED বিস্ফোরণে নিহত হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) কোবরা (Commando Battalion for Resolute Action) ব্যাটালিয়নের এক অফিসার। জখম হয়েছেন ১০ জন জওয়ান। গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের সুকমা জেলার তাদমেটলা এলাকায়। নিহত অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে ছিলেন। জখম জওয়ানদর মধ্যে ৮ জনকে রাতেই রায়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ২ জওয়ানের চিকিৎসা চলছে CRPF হাসপাতালে।

IG সুন্দররাজ পি জানিয়েছেন, গতকাল নিরাপত্তাবাহিনী তাদমেটলা গ্রামের কাছে একটি জঙ্গলে নকশাল বিরোধী অভিযান চালানোর সময় আইডি বিস্ফোরণ হয়। এই ঘটনায় কোবরা ২০৬ নম্বর ব্যাটলিয়নের ২ অফিসার সহ ৮ জওয়ান জখম হন। রাতেই তাঁদের জঙ্গল থেকে রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নীতীন ভালেরাওয়ের হাসপাতালে মৃত্যু হয়। আরও পড়ুন: Mann Ki Baat: আজ মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাতে' বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুন্দররাজ আরও জানিয়েছেন যে বাকি জখম ৭ জন বিপদমুক্ত। ২১ নভেম্বর মাওবাদীরা সুকনায় ২ গ্রামবাসীকে হত্যা করেছে। ওই দুই যুবক কোন্টা থানা এলাকার বাসিন্দা ছিল। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁদের হত্যা করা হয়।