COVID-19 in India: দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৩ লক্ষ ২৬ হাজার, কমল দৈনিক মৃত্যুও
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৫ মে: একটা সময় টানা চার দিন দৈনিক আক্রান্ত (Corona Daily Cases) ৪ লক্ষ ছাপিয়ে যাওয়ার পর, আস্তে আস্তে কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে হল ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। তার আগের দিন দৈনিক নয়া আক্রান্ত ছিল ৩ লক্ষ ৪৩ হাজার। মানে দৈনিক আক্রান্ত ১৭ হাজারের মত কমল। গত দু দিনে দেশে দৈনিক আক্রান্ত কমেছে ৩৭ হাজারের মত। দিল্লি (Delhi), মহারাষ্ট্র, ( Maharashtra), গুজরাট (Gujrat), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ছত্তিশগড় (Chhattisgarh)-এর মত রাজ্যগুলিতে গত একদিনে আক্রান্তের সংখ্যা কমায়, দেশে আক্রান্তের সংখ্যা কম আসছে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমে হয়েছে ৩৮৯০ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৩৬ লক্ষ ৩৭ হাজার ৮০২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন (Total Discharges) ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে সংক্রমণ সবচেয়ে বেশি। দেশজুড়ে টিকাকরণের কাজও বেশ এগোচ্ছে। এখনও পর্যন্ত ১৮ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার ৫৭৯ জনকে অন্তত একটা ডোজ টিকাকরণ (Vaccination) করা হয়েছে। Covid 19: হাসপাতালে গেয়ে ওঠেন 'লভ ইউ জিন্দগি', কোভিড কাড়ল সেই তরুণীর প্রাণ

গতকাল পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে হয়েছিল ২০ হাজার ৮৪৬ জন। একদিনে কোভিড মৃত্যু হয়েছিল ১৩৬ জনের। করোনায় রাজ্যে মোট আক্রান্ত ১০ লক্ষ ৯৪ হাজার ছাড়িয়েছে।