দিল্লি, ১৪ মে: জীবন বিপন্ন জেনেও হার মানেননি। আইসিইউ (ICU) বেড না পেয়ে, সাধারণ বেডে বসে, অক্সিজেন মাস্ক নাক, মুখে এঁটে লাভ ইউ জিন্দগি গেয়েছিলেন তিনি। জীবনের শেষ সীমায় পৌঁছেও হার মানেনি বছর ত্রিশের তরুণী। চিকিৎকরাও তাঁকে বাঁচার উৎসাহ দিতে শুরু করেন কিন্তু শেষরক্ষা আর হল না। কোভিড (COVID 19) কেড়ে নিল দিল্লির সেই তরুণীর প্রাণ।
চিকিৎসক(Doctor) মণিকা লাঙ্গে নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিল্লির ওই তরুণীর মৃত্যুর খবর শেয়ার করেন। অনেক চেষ্টা করেও তাঁরা ওই তরুণীর প্রাণ বাঁচাতে পারেননি। এই কঠিন সময়ে ঈশ্বর যেন ওই তরুণীর বাড়ির লোককে মনে শক্তি যোগান বলে আশা প্রকাশ করেন মণিকা।
আরও পড়ুন: Goa: গোয়া মেডিকেলে 'মৃত্যু মিছিল', অক্সিজেনের অভাবে মৃত্যু ৭৪ করোনা আক্রান্তের
দেখুন..
I am very sorry..we lost the brave soul..
ॐ शांति .. please pray for the family and the kid to bear this loss https://t.co/dTYAuGFVxk
— Dr.Monika Langeh (@drmonika_langeh) May 13, 2021
জীবনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েও দিল্লির ওই তরুণীর গান যখন অন্তর্জালে ভাইরাল, সেই সময় তাঁর মৃত্যুতে চোখে জল নেটিজেনদের। তাঁর আত্মার শান্তি কামনা করে একের পর এক ট্যুইট করতে শুরু করেন নেট জনতা। সেই সঙ্গে এই কোভিডের হাত থেকে মানুষ যাতে রক্ষা পান, সেই প্রার্থনাও করেন প্রত্যেকে।