নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩০ হাজার ৭৭৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩০৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লখ ৪৮ হাজর ১৬৩ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৩২ হাজার ১৫৮ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬৭ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন।
স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ৮০ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৩৩১ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকালই প্রায় সাড়ে ৮৫ লাখ ডোজ দেওয়া হয়েছে। আরও পড়ুন: Punjab Politics: কে হবেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী? দাবিদার হিসেবে যে নামগুলি সামনে আসছে
India reports 30,773 new #COVID19 cases, 38,945 recoveries & 309 deaths in the last 24 hours, as per Union Health Ministry
Active cases: 3,32,158
Total cases: 3,34,48,163
Total recoveries: 3,26,71,167
Death toll: 4,44,838
Total vaccination: 80,43,72,331(85,42,732 in last 24 hrs) pic.twitter.com/qs8VNvF7kY
— ANI (@ANI) September 19, 2021
বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৯৬৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৪৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৫ জন।