নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৯ হাজার ৬১৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন। ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে ১৭ হাজার ৯৮৩ জন কেরলের। দক্ষিণের এই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২৭ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ৩ লাখ ১ হাজার ৪৪২ জন রোগীর চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৩১৯ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট ৮৪ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ১৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে ৭১ লাখ ৪ হাজার ৫১ ডোজ। আরও পড়ুন: India's Reply to Imran Khan: 'সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য পাকিস্তান বিশ্বজুড়ে পরিচিত', রাষ্ট্রসংঘে ইমরান খানকে তুলোধোনা ভারতের
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে ৮ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫০ হাজার ৫১৫ জন। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ১৮৬ জনে।