Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৮,৫৯১ জন, মৃত্যু ৩৩৮ জনের
Coronavirus scanning at an airport (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২৮ হাজার ৫৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন। দেশে মোট নতুন আক্রান্তের মধ্যে বেশিরভাগই কেরলের। সেখানে একদিনে আক্রান্ত প্রায় ২১ হাজার জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯২১ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৮৪ হাজার ৯২১ জনের। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩৪৫ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৬৫৫ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সারা দেশে গতকাল পর্যন্ত ৭৩ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩৭৮ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে প্রায় ৭৩ লাখ ডোজ। আরও পড়ুন: US Open 2021: ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস-র শিরোপা জিতলেন ব্রিটেনের এমা রাদুকানু

বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনের এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।